রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে সফলভাবে পাঠদান করায় কাউখালীর জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিভাগে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্কুলটি এ শ্রেষ্ঠত্ব পায়।
গত ২৮ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ স্কুলটিকে সনদপত্র ও পাওয়ার ব্যাংক প্রদান করেন।
স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, মাল্টিমিডিয়ার সাহায্যে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষকরা শ্রেণিতে পাঠ উপস্থাপন করেন। এছাড়া সহ-শিক্ষা, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি ও ব্যবহারিক বিজ্ঞানচর্চা ইত্যাদি ক্ষেত্রেও স্কুলটি এগিয়ে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে বর্তমানে ৪০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে।