এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: দোলনার দড়িতে ফাঁস লেগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে হামিম নামের ১০ বছরের এক শিশু মারা গেছে।
শুক্রবার দুপুরে বাড়ির একটি গাছের ডালে ঝোলানো দোলনায় দোল খেতে গিয়ে হঠাৎ পিছলে পড়লে তার গলায় ফাঁস লেগে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
হামিম ওই গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। সে ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।