প্রতিনিধি, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে বাক-প্রতিবন্ধী এক যুবক হারিয়ে গেছে । তার নাম আব্দুস সালাম। বয়স আনুমানিক ৩২।
সালাম নাচোলের নেজামপুর গোয়াবাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে। বুধবার সকাল ৯টার সময় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। তার বাবা শুক্রবার নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সালামের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং কালো। হারানোর সময় তার পরনে কালো রঙের লুঙ্গি ও গায়ে কালো কোট ছিল। তার পায়ে কাটা দাগ রয়েছে। কেউ তার সন্ধান পেলে তার বাবা আব্দুল জলিলকে (মোবাইল নং ০১৭২৯-৬১০০০৫) খবর দিতে অনুরোধ করা হয়েছে।