শেরপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, শেরপুর: ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস উপলক্ষে শেরপুর শহরে শনিবার দুপুরে শহরে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। ‘পরিবতন চাই’ আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

শহরের রঘুনাথ থানা মোড়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উদীচী শেরপুর জেলা সংসদের সভাপতি গণসঙ্গীত শিল্পী তপন সারোয়ার। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, ডিএফএ সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, আইরীন পারভীন, শাড়ি’র সমন্বয়কারী সোলায়মান আহমেদ, প্রকৌশলী মনোরঞ্জন দে, পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কারী সাংবাদিক হাকিম বাবুলসহ অন্যরা।

জনউদ্যোগ কমিটি, দিশা প্রিপারেটরি এ্যান্ড হাই স্কুল, শেরপুর স্পোর্টস একাডেমি, রক্ত দিন জীবন বাঁচান, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সংগঠন ও কমিউনিস্ট পার্টির প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। থানা মোড় থেকে রঘুনাথ বাজার প্রধান সড়ক, মুন্সীবাজার সড়ক ও নিউমার্কেট সড়কে পরিচ্ছন্নতা অভিযান শেষে পাতাবাহার খেলাঘর আসর চত্বর পরিষ্কার করার মধ্য দিয়ে অভিযান শেষ হয়।

পরে স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অভিযানে সংগৃহীত ১৭ ব্যাগ ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.