প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর): জাতীয় যুবসংহতির (জেপি) কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
৫১ সদস্যের এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন নসু। এছাড়া মিজানুর রহমান মিজান, মাস্টার মিজানুর রহমান, শেখ লিটন, নুরুজ্জামান মনু, মো. শামিম আহম্মেদ, রাজিউল করিম খসরু ও জিয়াদুল ইসলাম খোকন যুগ্ন-আহবায়ক এবং মনজুরুল মাহাফুজ পায়েল সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে শনিবার বিকেলে জেপি কার্যালয়ে কর্মিসভা অনুষ্ঠিত হয়। জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির (জেপি) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, নেপাল চন্দ্র দে, রাজু আহম্মেদসহ অন্যরা।