প্রাকৃতিক পরিবেশে প্রজনন ও বংশ বিস্তারের জন্য রোববার সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের আদাচাই মোহনায় বিলুপ্তপ্রায় ‘বাটাগুর বাসকা’ প্রজাতির এক জোড়া কচ্ছপ ছাড়া হয়। গতিবিধি পর্যবেক্ষণের জন্য কচ্ছপ দুটির পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়। বন বিভাগ, টারটেল সারভাইভাল এলায়েন্স (আমেরিকা), ভিয়েনা জু (অস্ট্রিয়া) ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের উদ্যোগে কচ্ছপ অবমুক্ত করা হয়। ছবি: জাহিবা হোসাইন।