একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): শুধু সরকারের উপর নির্ভরশীল না থেকে দশে মিলে কাজ করলে যে সফলতা আসে তার প্রমাণ রাখলেন আত্রাই উপজেলার ১০ গ্রামের বাসিন্দারা। নিজেদের উদ্যোগে আত্রাই গুড়নদীর নদীর উপর একটি বিশাল বাঁশের সাঁকো তৈরি করে তারা দৃষ্টান্ত স্থাপন করলেন। এর ফলে ওই গ্রামগুলোর মধ্যে যোগাযোগ স্থাপিত হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন সহজে বাজারজাত করতে পারছেন, তেমনিভাবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও অনেক সুবিধা হযেছে।
এ বাঁশের সাঁকোটি উদ্বোধন করেন পাঁচুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সমাজসেবক আফছার আলীসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। উদ্বোধন করতে আসা অতিথিরা জানান, গ্রামবাসীর এ উদ্যোগে তারাও গর্বিত। আগামীতে এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান আফছার আলী। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম কালু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ মণ্ডলসহ অন্যরা।
আত্রাই উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্বদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই গুড়নদী। এ নদীর এ পাড়ে পাঁচুপুর উজানপাড়া, সাহেবগঞ্জ, মধুগুড়নই, মালিপুকুর, এবং নদীর অপরদিকে পারে পাঁচুপুর, চকবিষ্টপুর, কয়রা, সিমুলকুচি, বাঁকা এবং ইসলামগাঁথী গ্রাম। মাত্র কয়েক কিলোমিটার দূরে উপজেলা সদরে অবস্থিত হলেও আত্রাই গুড়নদীর কারণে তারা ছিলেন বিচ্ছিন্ন।
এই ১০ গ্রামের কৃষক তাদের উৎপাদিত পণ্য অনেক কষ্ট করে নদী পার হয়ে উপজেলায় নিয়ে যেতেন। একই সঙ্গে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরও ছিল খুব কষ্ট। তাদের এই কষ্ট লাঘবের জন্য বারবার সরকারের নানা জায়গায় ধরনা দিয়েও মিলেনি ব্রিজ। যে কারণে ১০ গ্রামের মানুষ মিলিত হয়ে ঠিক করেন তারা নিজ উদ্যোগেই তাদের ভাগ্যের পরিবর্তন করবেন।
গ্রামগুলোর মানুষ মিলিত হয়ে তাদের নেতা ঠিক করেন। গ্রামের বাসিন্দা সুদেব দাস ভুট্টুকে দায়িত্ব দেয়া হয় এজন্য। সুদেব দাস ভুট্টু গ্রামের উঠতি বয়সি যুবকদের সঙ্গে নিয়ে নিজের নামে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে টাকা ধার নিয়ে এবং নিজের আত্মীয়স্বজন বন্ধুদের নিকট থেকে সংগ্রহ করে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে পাঁচুপুর কালী বাড়ি খেয়াঘাট এলাকায় শুরু করেন একটি বাঁশের সাঁকো তৈরির কাজ। দীর্ঘ দু’মাস কাজ করে আত্রাই গুড়নদীর উপর ৬০০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করেন।
পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, পাঁচুপুর কালীবাড়ি খেয়াঘাটে আত্রাই গুড়নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যেই নওগাঁ-৬ (আত্রাই-রাণী নগরের) আসনের এমপি ইসরাফিল আলমসহ সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি খুব শ্রীঘ্রই পাশ হয়ে আসলে আগামী ২-৩ বছরের মধ্যে ব্রিজটি নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।