জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় দলিল লেখক সমিতির নামে অবৈধ সিন্ডিকেট গঠন করে কৃষক বা জমির মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের সাথে জড়িতদের নাম-ঠিকানা সম্বলিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
কয়েকটি দৈনিক সংবাদপত্রে খবর প্রকাশের কথা উল্লেখ করে আদালতের আদেশে বলা হয়েছে- ঝিনাইদহ জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোতে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট গঠন করে দাতা-গ্রহীতাদের জিম্মি করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সমিতি নামধারী চাঁদাবাজদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকারি একটি দপ্তরে সেবা নিতে এসে সেই দপ্তরের কর্মকর্তাদের নাকের ডগায় কোনো সমিতির নামে চাঁদাবাজি আইনের চরম লংঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
আদালত সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রারকে তার আওতাধীন এলাকায় চাঁদাবাজির সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে তাদের নাম-ঠিকানা সম্বলিত প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারির মধ্যে আদালতে পেশ করতে নির্দেশ দেন। আদেশের কপি ঝিনাইদহ জেলা রেজিস্ট্রারসহ ছয় উপজেলা সাবরেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে।
দলিল রেজিস্ট্রি করতে সরকারকে পৌরসভা এলাকায় প্রতি লাখে সাড়ে ১১ হাজার ও পৌরসভার বাইরে সাড়ে ৯ হাজার টাকা করে ফি দিতে হয়। কিন্তু বেআইনিভাবে গঠিত এই সমিতি সরকার নির্ধারিত ফি’র বাইরে পৌরসভা এলাকায় প্রতি লাখে ১৬ হাজার ও ইউনিয়নে ১৫ হাজার করে আদায় করছে।