স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পাবনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের মাসিক সভায় পুলিশ সুপার জিহাদুল কবির তাকে ক্রেস্ট প্রদান করেন।
পাবনা জেলার নয়টি থানার মধ্যে আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে ঈশ্বরদী থানায় সর্বাধিক সংখ্যক মাদক আসামি আটক, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয় বলে জানা গেছে। এছাড়া ঈশ্বরদী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।