রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়রের গুলিতে নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাউখালী প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ। সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আলী হোসেন তালুকদার, সমাজ সেবক আঃ লতিফ খসরু, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক রিয়াদ মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।সাংবাদিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।