রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও কয়েক হাজার কাঁচা ইট বিনস্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহম্মেদ আকুঞ্জি এ জরিমানা করেন।
জরিমানাকৃতরা হলেন, বড়বিড়ালজুড়ি এলাকার সাবেক ইউপি সদস্যএবং ফাইভ স্টার ইট ভাটার মালিক শামসুল হক, কাঠালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন এবং গোসনতারা এলাকার নাসির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুুপুরে উপজেলার সদর ইউনিয়নের ওই এলাকায় তিনটি ইট পাঁজায় অভিযান চালিয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটের পাঁজাগুলো ভেঙে দেয়া হয়।