মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। মঙ্গলবার সকালে তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে এ কারাদণ্ড প্রদান করেন।

হরিণাকুন্ডুু থানা পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ১০ টায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে মাদক ব্যবসায়ী বিল্লালকে উপজেলার চাঁদপুর গ্রাম থেকে পুলিশ গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.