অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার যাদুপুর গ্রামের কসুমুদ্দীনের ছেলে আজিজুল হক (৫০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরউদ্দিন জানান, মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার কালইর বাজার থেকে বরই’র কাটন থেকে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ আজিজুল হককে আটক করে। এ ব্যাপারে নাচোল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।