রতন সিং, দিনাজপুর: জেলার বিরামপুরে মাদক সেবনের অভিযোগে আট যুবককে আটক করে প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় দিনাজপুর বিরামপুর উপজেলার শালবাগানে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকরাকালীন সময়ে আট যুবককে আটক করে। এ সময় ওই যুবকরা সংঘবদ্ধভাবে ইয়াবা ট্যাবলেট সেবন করছিল। তাদের নিকট থেকে ছয়টি ইয়াবা ট্যাবলেট এর অংশ বিশেষ উদ্ধার করা হয়।
আটক আট যুবক হলো বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের ময়নুল (২৮), জুয়েল (৩৫), হাবিব (৩০), মাহমুদ (২৮), আব্দুল করিম (৩২), জলিল (৪০), হারুন (২৭) ও খলিল (৩৬)। আটক যুবকদের বুধবার দুপুর ২টায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ আল হাসানের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক যুবককে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছে।