স্কুলের শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিকাজ শেখানোর উদ্যোগ

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): স্কুলগামী শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিকাজ শেখানোর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। বুধবার বিকেলে এই সোসাইটির কর্মকর্তা ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষকরা আরকান্দি গ্রামে ময়েজ উদ্দিন কৃষি খামারে ‘স্কুল কৃষি কার্যক্রম’ এর উদ্বোধনের মধ্য দিয়ে দেশে এই প্রথম স্কুলগামী শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিকাজ শেখানোর কর্মসূচি শুরু করলেন। উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, কৃষি কর্মকর্তা রওশন জামিল ও মূলাডুলি ইউপি’র চেয়ারম্যান সেলিম মালিথা। স্বাগত বক্তব্য দেন জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজ।

Agricultre learning for school student
স্কুলের শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিকাজ শেখানোর উদ্যোগ শুরু হলো ইশ্বরদী থেকে।

লেখাপড়ার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মকে কৃষিকাজে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দেশের মোট ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষিকাজ শেখানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানা যায়। উদ্বোধনের দিন ঈশ্বরদীর নারিচা উচ্চ বিদ্যালয় এবং মূলাডুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে এই কার্যক্রমে অংশ গ্রহণ করে।

উদ্যোক্তারা জানান, কৃষি বিভাগের সহায়তা নিয়ে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ছাড়াও আব্দুল বারি ওরফে কফি বারি, আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব, হাবিবুর রহমান হাবিব ওরফে মাছ হাবিব এবং নারী উদ্যোক্তা বেলী বেগম শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান করবেন। অনুষ্ঠানে চট্টগ্রামের কৃষক নিজাম উদ্দিন, রাজবাড়ির কৃষক আনসার আলী এবং সুজানগরের কৃষক রাসেল এ সময় উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, ঈশ্বরদী হতে এই কার্যক্রমের অগ্রযাত্রা শুরু হলো। দেশব্যাপী পর্যায়ক্রমে সোসাইটির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.