রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজের প্রভাষক এএসএম আলমগীরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলায় শারমিন আক্তার অভিযোগ করেন, আট বছর আগে আলমগীরের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে স্বামী তার ওপর শারীরিক নির্যাতন করলে দুই বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে পুনরায় তাদের বিবাহ রেজিস্ট্রেশন হয়। কিছুদিন পর স্বামী শারমিনের ওপর আবারো মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। সাত বছরের একমাত্র পুত্র সন্তানের মুখ দেখে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করেন শারমিন আক্তার।
অভিযোগে আরো বলা হয়, নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যায়। ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্যাতনের এক পর্যায়ে আলমগীর শারমিনকে ঘর থেকে বের করে দেন। শারমিন বড় বোনের বাসায় আশ্রয় নিয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
প্রভাষক আলমগীর প্রথম আলোর বিরামপুর উপজেলা প্রতিনিধি।