প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শত্রুদের চ্যালা হতে পারে না: ভূূূমিমন্ত্রী শরীফ

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই গণতন্ত্রবিরোধী জাতির শত্রুদের চ্যালা হতে পারে না। শুক্রবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ হতে আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

freedom fihghter
ভূমিমন্ত্রী ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৭ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০০ টাকা থেকে ক্রমান্বয়ে ১০ হাজার টাকায় নির্ধারণ করেছেন। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের আহার, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা পাঁচটি মৌলিক অধিকার পূরণে বিগত কোন সরকারই সফল ছিল না। মুক্তিযুদ্ধের পক্ষের এ সরকার অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের উন্নতমানের বসতভিটা নির্মাণ করে দিচ্ছে। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর দাফন বা সৎকারের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা নিরলসভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৭ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করেন।

ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্না মন্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ^রদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.