বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ভাতশালা গ্রামের শামীম হাসান (৪৭) নামে এক প্রবাসী শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তার ছেলে এ্যাডভোকেট বদরুজ্জামান জানান, এদিন বিকেলে বাড়ির বাগানে গাছের ডাল কাটতে উঠলে পাশের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়লে তার পিতা বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিক বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বিদেশে চাকুরি করতেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।