রতন সিং, দিনাজপুর: পার্বতীপুরের রায়পাড়ায় একটি মনসা মন্দিরে পূজা অনুষ্ঠানের সময় সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মন্দিরের মনসা মূর্তির মাথা দ্বিখণ্ডিত করে। এ সময় তারা দুই পুণ্যার্থী নারীর গয়না ছিনিয়ে নেয়।
শনিবার রাত ৯টায় বাবু নামে একজনের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল ওই মন্দিরে হামলা চালায়।
হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পূজা চলার সময় সন্ত্রাসীরা মন্দিরে আক্রমণ করে। তারা মূর্তি ভেঙে দেয়। কল্পনা ও মুক্তি নামের দুই নারীর কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নেয় তারা।
দুর্বৃত্তরা এসময় কয়েকজনকে লাঞ্ছিত করে। ভীতসন্ত্রস্ত পুণ্যার্থী নারী-পুরুষেরা এদিক-ওদিক পালিয়ে যায়।
রোববার সকালে মন্দিরের সেবায়েত রামলাল বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সকালে মামলার প্রধান আসামি ভবানীপুর বাজারের মোরসালীনের ছেলে বাবুকে গ্রেফতার করে। অন্য আসামিরা হলো একই এলাকার এনামুল হকের ছেলে চমক, আব্দুর রশীদ মণ্ডলের ছেলে আলামিন ও ছাদুল হকের ছেলে ডালিম। তারা পলাতক রয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, রোববার বিকেলে আসামি বাবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বাবুর পাঁচদিনের রিমান্ড চেয়েছে। সোমবার রিমান্ড নিয়ে শুনানি হবে।