আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপর যুগিবাড়িয়া মৎস্য ঘের থেকে একটি ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক হওয়া কবিরুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ সময় পুলিশ কবিরুলের দুই সহযোগী সুমন ও আশরাফুল বাবুকে গ্রেফতার করে। রোববার সকালে পুলিশ অস্ত্রসহ তাকে আটক করে। কবিরুল কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয় উপজেলার যুগিবাড়িয়া সুমনের মৎস্য ঘেরে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ওয়ান শুটার গানসহ তাদেরকে আটক করে। তারা ওই ঘেরে বসে বিভিন্ন অপকর্ম করতো বলে ওসি জানান।