রতন সিং, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।
ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd)) প্রকাশ করা হবে।
এর আগে ১৮ থেকে ২১ ডিসেম্বর এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ১১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষা স্থগিত করে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।