বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন ও সাংবাদিক ফোরামের উদ্যোগে  মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপনের র‍্যালি।

প্রেসক্লাবের অধ্যক্ষ মীর জুলফিকার আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা.মোজাম্মেল হোসেন এমপি। প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের আহবায়ক মো. নাসিম আলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল হক মিঠু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ সবুর রানা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, শিক্ষক মুজিবুর রহমান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, বাধনের মঞ্জুরুল হাসান, ইসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন। ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.