রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): অন্য রকমভাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করলেন পিরোজপুরের কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আব্দুল লতিফ খসরু। নিজের পছন্দের মানুষটির সঙ্গে নয়, বরং ভালোবাসা দিবসে উপজেলার আমরাজুড়ির সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা চরে আবাসন প্রকল্পে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে পুরো দিনটি কাটান এই ব্যক্তি।
মঙ্গলবার ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা, মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন শিশুদের মধ্যে রং বে-রংঙের বেলুন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় ৩০ জন বাক প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শিশুরা নেচে গেয়ে হৈ হুল্লোল করে দিনটা উৎযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ২নং আমরাজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন, আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়াসহ শিশুদের অভিভাবকগণ।
দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাংগুলী গ্রামের ছয় জন কৃষকের মধ্যে নতুন পোষাক বিতরণ করে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আব্দুল লতিফ খসরু।
বাক প্রতিবন্ধী শারমীন এর মা মঞ্জিলা বলেন, ‘মোর সোয়ামী বাক প্রতিবন্ধী (বোবা) মোর চাইরডা মাইয়া পোলাও বোবা। মোগো যহন কেউ জিগায় না হেই সময় মোগো খসরু ভাই আইয়া মোর মাইয়া পোলারে খাওয়াইছে বেলুন দেছে মোরে আর মোর স্বামীরে ফুল দেছে হেতেই মোরা খুশি।’
লাংগুলী গ্রামের কৃষক মতি লাল বলেন, ‘এভাবে কোন দিন কেউ কোন দিবসে বা কোন দিন আমাদের মাঝে আসে নাই। আজ খসরু ভাই আমাদের নুতন পোষাক দিলেন ও আমাদের সম্মান করলেন এইটা কোন দিন বুলবো না।’
আয়োজকদের অন্যতম আব্দুল লতিফ খসরু বলেন, বাক প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুগুলো আমাদের কাছ থেকে শুধু একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। যদিও ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন লাগে না। তার পরও ভালোবাসা দিবসে ওদের জন্য অন্য রকম এক ভালোবাসার এ আয়োজন।’