রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে কাউখালী শহরের উত্তর বাজারের চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পরিচালিত এক অভিযানে পাটজাত মোড়ক ছাড়া পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে ব্যবসায়ী স্বপন রায়, হেমায়েত হোসেন, জাকির হোসেন এবং বাবু উকিলকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন আদালত।
কাউখালী উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর বরিশালের মুখ্য পরিদর্শক মুহাম্মদ হারুন আর রশীদ।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।