স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সাঁড়া ইউনিয়নের মজদিয়া ঠাকুরপাড়া এলাকা থেকে রবিউল ইসলাম রবিকে ইয়াবাসহ আটক করে।
রবি ইয়াবা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বলে জানায় পুলিশ ।
পুলিশ আরো জানায়, গ্রেফতারের আগে রবি মাদক বিক্রি করছিল। তার বিরুদ্ধে মাদকের আরো চারটি মামলা রয়েছে। একটি মামলায় তার সাজা হয়। তাকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি হয়।