আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার সকালে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

Atrai -School sports
আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা।

স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি  একেএম কামাল উদ্দিন টগর, অবিভাবক ও বিশিষ্ট সমাজ সেবিকা সাংবাদিক রওশন আরা পারভনি শিলা, আত্রাই থানার এস আই মহসীন, এ এস আই আরিফ হোসেন  উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজফুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোস্তফা সারোয়ার শাহীন, উপধাক্ষ্য সোহেল রানা, সহকারী শিক্ষক মেহেদী হাসান, রায়হান কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু পড়ালেখা নয়, ভাল মানুষ এবং সু-নাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ২০১৬ সালের এসএসসি, জেএসসিও পিএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় সারগাম সংগীত বিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.