জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলায় প্রজনন মৌসুমে বেআইনিভাবে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, কতিপয় অসাধু জেলে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ করে শনিবার ভোরে পশুর নদী দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় টহলে থাকা বন প্রহরীরা সন্দেহবশত ট্রলারটি আটক করে। পরে ওই ট্রলার হতে প্রায় ১০ মণ কাঁকড়া জব্দ ও বেআইনিভাবে কাঁকড়া ধরার অভিযোগে মান্নান ও আজাহার নামের দুই জেলেকে আটক করে।
আটক মান্নান ও আজাহারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে বন বিভাগ।