প্রতিনিধি, শেরপুর: শেরপুর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে শনিবার পুলিশ লাইন্স মাঠে সমাবেশের উদ্বোধন করেন। শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যরা।
সমাবেশের শুরুতে পুলিশ বাদকদলসহ প্যারেড দল মাঠ প্রদক্ষিণ করে। পরে জেলার পুলিশ সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। এতে দৌড়, লাফ, কলাগাছ বেয়ে ওঠা, রশি টানাটানি, পিলো পাসিংসহ বিভিন্ন ইভেন্ট ছিল । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। রাতে নৈশভোজ আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।