রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভড়রা এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের তিনটি মূর্তিসহ চার জনকে আটক করেছে র্যাব।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের সহকারি পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, রোববার সকালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার ও চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত তিনটি মূর্তির মধ্যে একটি বিষ্ণু এবং অন্য দুইটি লক্ষ্মী দেবির মূর্তি রয়েছে। র্যাব সূত্রটি জানায়, উদ্ধারকৃত মূর্তি তিনটি ১৯ কেজি ওজনের। মূর্তিগুলোর মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
সূত্রটি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি কেনা-বেচা এবং পাচারকারি চক্রের সন্ধান পেয়ে রোববার ভোরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভড়রা গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই এলাকার জহুরুল হকের ঘরে তল্লাশি করে বস্তায় কষ্টি পাথরের একটি বিষ্ণু এবং দুইটি লক্ষ্মী দেবির মূর্তি উদ্ধার করা হয়। এ সময় জহুরুল হকসহ (৩২) চক্রের সাথে জড়িত সন্দেহে গোপালপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) এবং রতন্দা গ্রামের বাবুল চন্দ্র দাস (৫০) ও তার ছেলে কান্ত চন্দ্র দাসকে (২০) আটক করা হয়েছে।
বিকেলে আটক চার জনকে বোচাগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব সদস্যদের পক্ষ হতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল ইসলাম প্রধান জানান, এই ঘটনায় মামলা দায়ের করে আটক চার জনকে সন্ধ্যায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।