হাকিম বাবুল, শেরপুর: আদিবাসীদের ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে শেরপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের দুই দিনব্যাপী জেন্ডার প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘এম্পাওয়ারমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অব ইনডিজিনাস পিপলস’ প্রকল্পের আওতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

রবিবার প্রশিক্ষণ উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া। এতে আদিবাসী গবেষক বাধন আরেং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস ছালাম, এএলআরডির প্রশিক্ষক মির্জা মো. আজিম হায়দার, আইইডি’র সহকারি সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে জেন্ডারের ধারণা, নারী-পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন, সার্বজনীন মানবাধিকারের ঘোষণা, আদিবাসীদের সমস্যাবলী ও সমাধানের উপায় নিরূপণ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া সংবিধান স্বীকৃত নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, জেন্ডারের ঘটনা চিহ্নিতকরণ, নেটওয়ার্কিং, ফ্যাক্ট ফাইন্ডিং ও অ্যাডভোকেসি কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে শেরপুরের কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজভরসহ বিভিন্ন সম্প্রদায়ের কলেজ পড়–য়া ২০ জন যুবক ও যুব নারী অংশগ্রহণ করছেন।