আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় সারা দেশের মত ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে উপজেলা নির্বাহী আফিসার মোখলেছুর রহমানের পুষ্পস্তবক অপর্ণের মধ্যে দিয়ে একুশের নানা কর্মসূচি শুরু হয়।

Atrai Mother language day 2017
শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। মঙ্গলবার সকাল ৬-৩০ মিনিটে উপজেলা প্রশাসন আয়োজিত এক বণার্ঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে শেষ হয়। সকাল ৭টায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, ইন্সট্রাক্টর আ খ ম ফারুখ আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলু হক প্রমুখ।

এদিন শহীদদের আতœার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ জামে মসজিদসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ, থানা বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা মডেল প্রেসক্লাব, আত্রাই এনজিও ফোরাম, বাংলাদেশ ইউনাটেড জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন আত্রাই শাখা, বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, শিশু কিশোর একাডেমিক, কলকাকোলি কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অংগসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণসহ নানা কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.