ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুরে সায়রুন-নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কিন্ডার গার্টেনে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক অধ্যাপক উদয় নাথ লাহিড়ীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন। শিক্ষক পারভেজ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা তোরাব আলী, সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকার সম্পাদক জাহাঙ্গির হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাউন্সিলর কামাল আশরাফি ও ইউপি সচিব মিজানুর রহমান খোকন। স্কুলের শিক্ষার্থী ছাড়াও, অভিভাবক ও বিপুল সংখ্যক সুধিজন এ সময় উপস্থিত ছিলেন।