কাউখালীতে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে চলবে দুপুর ১ টা পর্যন্ত। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন প্রার্থী ভোটারদের আকর্ষণ করার জন্য ফেসবুক ও ফেসটুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

Kawkhali student council election of primary school
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা।

শিক্ষা অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ গ্রহণ করবে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্য থেকেই প্রিজাইডিং, পুলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্যের দায়িত্ব পালন করা হবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি হতে সাতজন প্রার্থী জয়ী হবে। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির জানান।

এ ব্যাপারে কাঠালিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা বলেন, এবছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.