আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে পুনর্বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান। গত বছরও (২০১৬ সাল) তিনি এ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ স্তরও এবার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পেয়েছে। সারা দেশে নানা কর্মসূচিতে শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক স্তর (দ্বাদশ শ্রেণি) পর্যন্ত তিনটি বিভাগে ১৪টি ইভেন্টের ২৬ টি বিষয়ে প্রথম হয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস সামাদ। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নবম শ্রেণির জান্নাতুল নাঈম লামিয়া, কলেজ পর্যায়ে সাবরিনা শারমিন সুপ্তি এবং শ্রেষ্ঠ স্কাউট লিডার দশম শ্রেণির সোহানুর রহমান সোহান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ বজলুর রশীদ খান জানান, কেরাত, হাম-নাদ, নজরুলগীতি, রবীন্দ্র সংগীত, লোকগীতি, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সংগীত, উচ্চাঙ্গ নৃত্য, লোক নৃত্য, একক অভিনয়, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতাসহ সব মিলে ২৬ টি বিষয়ে প্রথম হয়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপ জেলা পর্যায়ে অংশ নিবে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাকি ১৪ বিষয়ের শ্রেষ্ঠ বিজয়ীরাও তাতে অংশ নিবে।