মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: দণ্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বাস মিনিবাস ও সড়ক পরিবহন ইউনিয়নের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজনকে হত্যার দায়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে মানিকগঞ্জের একটি আদালত বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে। এর প্রতিবাদে ঝিনাইদহের শ্রমিকরা এই কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত এক ঘন্টাব্যাপী জেলার প্রধান টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় রাস্তার উভয় পাশে আটকা পড়ে কয়েকশত যানবাহন। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
অবরোধ চলাকালে বক্তব্য রাখে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সড়ক পরিবহনের দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ। বক্তারা অবিলম্বে দণ্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে। এ কর্মসূচিতে দু’শতাধিক শ্রমিক অংশ গ্রহণ করে।