আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষ নদে ভাঙন দেখা দিয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে ইউনিয়নের পার্শ্বেমারি ট্যাকের মাথায় তিন শতাধিক ফুট ভেঙে যায়।
ইউপি সদস্য বাদশা আলম বলেন, কয়েকদিন যাবত গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি ট্যাকের মাথায় ছোট ছোট ভাঙন দেখা দিয়েছিল। আজ বিকেলে সেটির ভয়াবহতা বেড়ে গেছে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলী আযম টিটো বলেন, বিষয়টি আমি ডিডিএলজি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তারা বিষয়টি সমাধানের জন্য দেখবেন।
এদিকে কপোতাক্ষ নদে ভাঙনে বেড়িবাঁধের ব্লক ও তিন শ’ফুটের বেশি জমির মাটি নদীতে তলিয়ে গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান। পানি উন্নয়ন বোর্ডের এসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান চেয়ারম্যান টিটো।