রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযানকালে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম জানান, শুক্রবার সকাল ৭টায় দিনাজপুর শহরের রামনগর মসজিদের পাশে কোতয়ালী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৭৫৮) আটকিয়ে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তাফসির আহমেদ প্রিন্সকে গ্রেফতার করে। প্রিন্স শহরের গনেশতলার মিজানুর রহমানের পুত্র।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টায় শহরের রাজবাটী এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী পুলিশ ৬০ পিস ইয়াবাসহ রতন বিশ্বাসের পুুত্র মোহন বিশ্বাসকে গ্রেফতার করে।
আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।