প্রতিনিধি, সাতক্ষীরা: আছাদুল হককে সভাপতি ও শরীফুল্লাহ কায়সারকে সাধারণ সম্পাদক করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার ২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
অধ্যাপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে রোববার সাতক্ষীরার পাটকেলঘাটার রবীন্দ্রসদনে সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক সাধন ঘোষ এর উদ্বোধন করেন।
সম্মেলনে প্রতিনিধিদের সম্মতিক্রমে অধ্যাপক আছাদুল হককে সভাপতি ও শরীফুল্লাহ্ কায়সার সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন কোষাধ্যক্ষ উৎপল সাধু। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৃপ্তিমোহন মল্লিক, ড.বিমল কুমার বিশ্বাস, অধ্যাপক অরুণ কুমার বিশ্বাস, অধ্যাপক আছাদুল হকসহ অন্যরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
শিখা ঘোষ, অধ্যাপক অরুণ কুমার বিশ্বাস, ড. বিমল কুমার বিশ্বাস, অধ্যাপক রবীন্দ্রনাথ মণ্ডল ও ড. রবিউল ইসলাম নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আশীষ কুমার দাস, সাংবাদিক আশরাফ আলী, চিত্তরঞ্জন মল্লিক, অংকর কুমার মন্ডল ও ধীমান বিশ্বাসকে সম্পাদকমণ্ডলীর সদস্য এবং অধ্যাপক প্রশান্ত রায়, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডা. পবিত্র ঘোষ, ব্রজেন বিশ্বাস, প্রকাশ মণ্ডল, জাকির হোসেন, এবাদুল ইসলাম ও সোমনাথ লাহিড়ী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।