স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে ফুরফুরা শরীফের মাজারের সামনের মাঠ থেকে অজ্ঞাতনামা ৩২-৩৫ বছর বয়সের এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সোমবার সকালে ফুরফুরা শরিফের মাজারের সামনের মাঠে পথচারীরা গুলিবিদ্ধ ওই যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশের পরনে লুঙ্গি, সাধারণ জামা ও মুখে দাড়ি রয়েছে। লাশের পাশে দুটি গুলির খোসা পাওয়া গেছে। শরীরেও গুলির চিহ্ন আছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন । এখন পর্যন্ত থানা বা অন্য কেউ লাশের পরিচয় জানতে পারেনি।