রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারে জাটকা ইলিশ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী চাকমা এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলো উপজেলার আইরন গ্রামের ইয়াকুব আলী (৪০) ও বিড়ালজুরি গ্রামের পনির (৩৫)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, উপজেলা সদরের বাজারে জাটকা বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জাটকাসহ দু’জনকে আটক করা হয়। জাটকাগুলো পরে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।