স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): গ্যাসের দাম বাড়ার আগেই যাত্রি ভাড়া বেড়েছে রুটের সিএনজি চালিত অটোরিকশার। ২৪ ফেব্রুয়ারি হতে ঈশ্বরদী-পাবনা, ঈশ্বরদী-দাশুড়িয়া, ঈশ্বরদী- লালপুর, ঈশ্বরদী-পাকশী, ঈশ্বরদী-মূলাডুলি, ঈশ্বরদী-রূপপুরসহ সকল রুটের সিএনজি মালিক সমিতি যাত্রি ভাড়া জনপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে।
এ ব্যাপারে সিএনজি চালকরা জানান, সিএনজি ফিলিং স্টেশন তাদের কাছ থেকে আগের দামের চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। ফলে বাধ্য হয়ে যাত্রি ভাড়া বাড়ানো হয়েছে। সরকার ১ মার্চ থেকে গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘন মিটার ৩৫ টাকা থেকে বাড়িয়ে প্রথম ধাপে ৩৮ টাকা এবং দ্বিতীয় ধাপে ১ জুন থেকে ৪০ টাকা নির্ধারণ করেছে। অথচ ঈশ্বরদী হতে সকল রুটে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা জন প্রতি ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ভাড়া আদায় করা হচ্ছে।
যাত্রী ভাড়া বাড়ানো নিয়ে প্রতিদিনই সিএনজি চালকদের সাথে যাত্রীদের বচসা হচ্ছে। যাত্রীরা বলছেন, গ্যাসের দাম বাড়ছে প্রতি ঘন মিটারে মাত্র তিন টাকা অথচ ৪০ টাকার ভাড়া ৫০ টাকা, ১০ টাকার ভাড়া ১৫ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকা করে বেশি নিচ্ছে সিএনজি চালকরা। অথচ এর প্রতিকার চাওয়ার কোন জায়গা নেই।