রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক সপ্তাহে ১১টি মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা দায়ের না করে সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইসরাইল হোসেন জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে সাতটি মোটরসাইকেল চুরি ও হারিয়ে যাওয়ার বিষয় থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলি সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত কাজ চলছে। সঠিক তথ্য পাওয়া গেলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মশিউর রহমান জানান, তার ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি জানুয়ারি মাসের শেষ দিকে ঘোড়াঘাট-হাকিমপুর রুটে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তিন ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করে থানায় সোপর্দ করে। এ সময় ছিনতাইকারীদের সহযোগীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের পরবর্তীতে পুলিশ আটক করতে সক্ষম হয়নি।
তবে এ ঘটনার পরে ২০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১টি মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এলাকাবাসীরা থানায় অভিযোগ করলেও কোন মামলা দায়ের হয়নি।
২০ ফেব্রুয়ারি ওসমানপুর বাজার থেকে হায়দার মাষ্টারের হিরো হুন্ডা ১০০সিসি মটরসাইকেল চুরি হয়। ২২ ফ্রেরুয়ারি সন্ধ্যায় কাজীপাড়া নজরুলের বাড়ির সামনে থেকে বাজাজ সিটি একটি মটরসাইকেল ও আজাদ মোড় এলাকা থেকে ১টি ৮০ সিসি হুন্ডা চুরি হয়। ২৪ ফ্রেরুয়ারি থানা মোড় পেট্রোল পাম্পের সামনে থেকে ১০০সিসি ডিসকভার মটরসাইকেল ও নুরজাহানপুর এলাকা থেকে ১২৫ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। পৌর এলাকার সৈয়দখান বাজারের স্বপনের বাড়ির সামনে থেকে ১০০সিসি হিরো হুন্ডা ও ত্রিমহনী ঘাট থেকে ১৩৫ সিসি ডিসকোভার মটরসাইকেল এবং রানীগজ্ঞ ও ডুগডুগিরহাট থেকে ২টি ১০০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসের সামনে থেকে ১টি ও বলগাড়ী এলাকা থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়ে যায়।
ঘোড়াঘাটে মটরসাইলে চুরির হিড়িক পরায় এলাকাবাসি নিজ নিজ মটরসাইকেল নিয়ে আতংকে রয়েছে। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে এলাকাবাসী দাবি করেছে।