হাকিম বাবুল, শেরপুর: সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে ভাষা অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ সোমবার বিকেলে শহরের পৌর টাউন হলের সামনের সড়কে মানববন্দন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে একাত্মতা পোষণ করে নাগরিক সংগঠন জনউদ্যোগ, আর্তনাদ, ডিবেটিং ক্লাব, মহিলা পরিষদ ও কমিউনিষ্ট পার্টির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, কমিউনিষ্ট পার্টির জেলা সম্পাদক আবু আহমেদ বাবুল, সোলায়মান আহমেদ, প্রভাষক আবু হানিফ, মোক্তারুজ্জামান, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, সম্পাদক রিতেশ মালাকার প্রমুখ।
মানববন্ধন থেকে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার প্রচলন, বিদেশী ভাষা ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ, সকল সাইনবোর্ড ও ব্যানার বাংলায় লেখা, আদালত ও রাষ্ট্রের দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ পথচারি ও দোকানপাটে ভাষা অভিযাত্রার দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।