নোয়াখালী প্রতিনিধি: ‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরে ধ্বনি-প্রতিধ্বনি’ এই স্লোগানে নোয়াখালী আবৃত্তি একাডেমির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা জেলা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা।
সংগঠনের সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী ডিউর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মনির হোসেন ও নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) জেলা শাখার সভানেত্রী মিসেস নাসরিন লায়লা শরীফ, নোয়াখালী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার, জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, লক্ষীপুর আবৃত্তি একাডেমির সভাপতি মাসুম জিহাদী, নোয়াখালী প্রেসক্লাবের এডহক কমিটির সদস্য মেজবাহ উল হক মিঠু, নোয়াখালী আবৃত্তি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, অনুষ্ঠান ও অনুশীলন সম্পাদক শামীমা হাসনাত ঝুমুর, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, প্রচার সম্পাদক ওমর ফারুক, আবৃত্তি শিল্পী নাহিদ নাজিয়া, শারমিন লিজু, ফয়সুল ইসলাম রূপম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বলেন, মানুষের প্রাণে প্রাণে সত্য সুন্দরে ধ্বনি-প্রতিধ্বনি বেজে উঠলে সমাজে অন্যায়-অনিয়ম-অসঙ্গতি আর থাকবে না। তিনি বলেন, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আবৃত্তি শিল্পীদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে আলোর পথ দেখাতে হবে। আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) কাজী মাহতাব সুমন বলেন, মানুষকে অন্যায় অনিয়মের বিরুদ্ধে জাগিয়ে তুলতে গিয়ে অতীতে আবৃত্তি শিল্পীদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। অনিয়ম-অসঙ্গতি ও কুপমন্ডুকতার বিরুদ্ধে আবৃত্তি শিল্পীদের কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শিল্পকালা একাডেমি মিলনায়তনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও উৎসব কেক কাটেন।
উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল উদ্বোধনী আবৃত্তি, শিশুদের বৃন্দ আবৃত্তি পরিবেশনা, অতিথিদের একক আবৃত্তি পরিবেশনা, নৃত্য, ঢোলের বাদন, ফানুস ওড়ানো, তৃতীয় আবর্তন ও মাধ্যমিক পর্যায়ের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ।