শেরপুরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারকে সম্বর্ধনা

হাকিম বাবুল, শেরপুর: প্রথমবারের মতো সারাদেশের ন্যায় শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  বুধবার ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে স্থাপিত অস্থায়ী বেদীতে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুস্পার্ঘ অর্পন করা হয়। পরে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কর্তব্যরত অবস্থায় নিহত শেরপুর জেলার আট পুলিশ পরিবারকে সম্বর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Police memorial day Sherpur
শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডো-তে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারকে সম্বর্ধনা ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

‘কর্তব্যের তরে করে গেলে যারা আত্ম বলিদান, প্রতিক্ষণে স্মরি রাখিব ধরি তোমাদের সম্মান’-এ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, মুখ্য আলোচক জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীবৃন্দ ও নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে অতিথিরা শুভেচ্ছা উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.