আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামি ২৬শে মার্চের আগে কালিগঞ্জ উপজেলা শতভাগ ভিক্ষুকমুক্ত করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুর্নবাসনের কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুর্নবাসনের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ অহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মহিউদ্দিন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতসহ উপজেলা প্রশাসনের কর্মকতৃাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কালিগঞ্জ উপজেলা অফিস প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১১৪ জন ভিক্ষুকের প্রত্যেককে দুই বান টিনের একটি ঘর, একটি পরিবেশবান্ধব চুলা ও একটি করে সোলার প্যানেল দেওয়ার কাজ বাস্তবায়ন করছে।