স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-এর মহাপরিচালক হিসেবে ড. মো. আমজাদ হোসেন যোগদান করেছেন।
এর আগে ড. মো. আমজাদ হোসেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে এক বছরেরও অধিককাল ইনস্টিটিউটের পরিচালক গবেষণা পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৭ সালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (তৎকালীন সুগারকেন রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট) তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরি জীবন শুরু করেন। ১৯৯৮ সালে বিশ্ব ব্যাংক-এআরএমপির বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে জাপানের শিনসু বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ২০০২ সালে বায়োটেকনোলজীতে পি.এইচ. ডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় ভাল ফলাফলের জন্য জাপানের শিনসু বিশ্ববিদ্যালয় হতে পদক লাভ করেন। দেশে ও বিদেশের বিভিন্ন জার্নাল, বই ও পত্র পত্রিকায় তাঁর ১৩৪ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।