আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে শনিবার বিকেল ৫ টার দিকে বজ্রপাতে মেহেদী হাসান (১২) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেহেদী ময়মনসিংহের কেশরগঞ্জের মেরাজ উদ্দিনের ছেলে। সে মধুপুর উপজেলার আকাশী গ্রামে নানা গুন্দু শেখের বাড়িতে থেকে ফুলবাড়ি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।
এলাকাবাসী জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময় মাদ্রাসা থেকে ফিরে মেহেদী নানা বাড়ির পাশে খোলার মাঠে রাখা জ্বালানির জিনিসপত্র তুলতে যায়।
বজ্রপাতে মারাত্মক আহত মেহেদীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নজর দেখতে ওই বাড়িতে শত শত লোক ভিড় করে। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।