রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে দু’লাখ টাকা।
রবিবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহার উপস্থিতিতে ওই সব জাল কাউখালী লঞ্চঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার ফনি ভুষন পাল, নৌ-পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মোঃ হারুন আর রশীদ।