হাকিম বাবুল, শেরপুর প্রতিনিধি: ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরপুরে রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল ইসলাম হিরু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন অংশগ্রহণ করেন। জেলার অন্যান্য উপজেলাতেও একই সময়ে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী ালিত হয়।